Breaking News: ভোর-রাতে বড় সাফল্য ভারতীয় সেনাবাহিনী - Supravat.in


সুপ্রভাত ডিজিটাল:    আজ ভোর রাতে বড় সাফল্য ভারতীয় সেনার। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে ফের বড়সড় সাফল্য ভারতীয় সেনার। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে জেলার
নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি সংঘর্ষে তিন জঙ্গি নিহত হয়েছে।



সন্ত্রাসবাদীর উপস্থিতি সম্পর্কে তথ্য জানাতে পেয়ে সেনাবাহিনী তাদের উপর হামলা করে এবং তিনজন সন্ত্রাসবাদী নিহত হয়।নিহতদের মধ্যে দুই জঙ্গি শ্রীনগরের ঈসা ফজলি এবং আনন্নান্গের কোকারনাগ গ্রামের সৈয়দ ওয়েয়েসকে চিহ্নিত করেছে ও তৃতীয় জঙ্গিটার পরিচয় জানা এখনও জানা যায়নি। নিহত এক জঙ্গিরা শহরের একটি সৌরস্থ পুলিশ পাহারাদারের সাম্প্রতিক হামলায় জড়িত ছিল, যার মধ্যে একটি পুলিশ কনস্টেবলকে হত্যা করা হয়েছে। তাদের কাছ থেকে এ কে 47 রাইফেলস, পিস্তল, হাত-গ্রেনেড ইত্যাদি পাওয়া যায় 



*****©সুপ্রভাত.ইন - এই নিউজ পোর্টাল থেকে প্রতিবেদন নকল করা দন্ডনীয় অপরাধ৷ প্রতিবেদন ‘চুরি’ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ধন্যবাদ।******



Comments

Popular posts from this blog

ইমরান খানের সাথে বৈঠকে ট্রাম্প করে দিলেন ভারতের প্রশংসা! লজ্জায় পড়লেন ইমরান খান।

Breaking india news

হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা ঘোষিত করার সাথে এক নতুন ইঙ্গিত দিলেন রাষ্ট্রপতি, জেনে নিন কি।