হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা তুলে দেখালো আসাউদ্দিন ওয়েসীর বাড়িতে | দেখুন ভিডিও ।

কিছুদিন আগেই এ আই এইম আই এর প্রেসিডেন্ট একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন।তিনি বলেছিলেন ইনশা আল্লাহ,আমাদের সবুজ রঙের কাছে কোনো রং টিকবে না। শুধু গোটা দেশ সবুজ আর সবুজ হবে।সবুজ বলতে তিনি ইসলামের রংকে বুঝিয়েছিলেন।এইরকম উস্কানি মূলক মন্তব্য করার পর থেকে প্রতিবাদ করেন নেটিজনেরা।এমনকি মামলাও করা হয় উনার বিরুদ্ধে।অনেকে বলেছেন আসাউদ্দিন হিন্দুস্থানকে পাকিস্তান বা বাংলাদেশ তৈরী করার কথা ভাবছে। আসাউদ্দিম ওয়েসির বিতর্কিত মন্তব্যের পর এক দল হিন্দু সংগঠন উনার বক্তব্যের প্রতিবাদ জানতে উনার বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ জানান এবংভারত মাতার জয় ও জয় শ্রী রাম স্লোগান দেন।দেখুন সেই ভিডিও-

Comments

Popular posts from this blog

ইমরান খানের সাথে বৈঠকে ট্রাম্প করে দিলেন ভারতের প্রশংসা! লজ্জায় পড়লেন ইমরান খান।

Breaking india news

হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা ঘোষিত করার সাথে এক নতুন ইঙ্গিত দিলেন রাষ্ট্রপতি, জেনে নিন কি।