Posts

Showing posts from February, 2018

মৌলবাদ রুখতে ভারতকে পাশে চায় বাংলাদেশ..

Image
মৌলবাদ রুখতে ভারতকে পাশে চায় বাংলাদেশ। ভারত সবসময় বাংলাদেশের সাহায্য করেছে।জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে বা বিপুল বাণিজ্য। কিন্তু কিছু কিছু জায়গায় ভারত সাহায্য করেনি যেমন রোহিঙ্গা সমস্যা ও তিস্তা চুক্তি।  এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ভারতের বন্ধুত্বের সঙ্গে তার তুলনাই হয় না। ভারত সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধু। তিনি এও বলেন আমরা কখনো কখনও মৌলবাদের সঙ্গে আপস করবেন না। তাদের মতে সরকার কখনই চলবে না। এ ব্যাপারে চোখ বুজে ভারত আমাদের উপর ভরসা করতে পারে। যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল, তাকে ধরে রাখাই আজ এ দেশের কাছে সব চেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের মানুষের বড় ভরসা ভারত। ভারত পাশে থাকলে আমরা মোকাবিলায়ও জিতব।

মৌলবাদ রুখতে ভারতকে পাশে চায় বাংলাদেশ..

Image
মৌলবাদ রুখতে ভারতকে পাশে চায় বাংলাদেশ। ভারত সবসময় বাংলাদেশের সাহায্য করেছে।জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে বা বিপুল বাণিজ্য। কিন্তু কিছু কিছু জায়গায় ভারত সাহায্য করেনি যেমন রোহিঙ্গা সমস্যা ও তিস্তা চুক্তি।  এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ভারতের বন্ধুত্বের সঙ্গে তার তুলনাই হয় না। ভারত সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধু। তিনি এও বলেন আমরা কখনো কখনও মৌলবাদের সঙ্গে আপস করবেন না। তাদের মতে সরকার কখনই চলবে না। এ ব্যাপারে চোখ বুজে ভারত আমাদের উপর ভরসা করতে পারে। যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল, তাকে ধরে রাখাই আজ এ দেশের কাছে সব চেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের মানুষের বড় ভরসা ভারত। ভারত পাশে থাকলে আমরা মোকাবিলায়ও জিতব।

হোলির দিন নামাজের সময়সূচি বদল হলো এই রাজ্যে..

Image
হোলির দিন নমাজের সময়সূচি বদল এমনটাই করলেন ইমাম-ই-ইদগাহ মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহলি। তিনি বলেন হোলিতে মাতোয়ারা লোকজনের সঙ্গে নমাজের প্রার্থনায় যোগদানকারীদের অশান্তি হয়েছে। তাই আমরা বিশেষ করে সাধারণ এলাকার শান্তি বজায় রাখার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। নামাজের সময় বদলে ঠিক ১টা ৪৫-এ সময় ঠিক করা হয়। শিয়া পন্ডিত মৌলানা কালবে জাওয়াদও আসিফি মসজিদে প্রার্থনার সময় বদলে বেলা ১২টা ২০-র বদলে হবে দুপুর ১টায়।  এর আগেও হিন্দুরাও এ ধরনের পদক্ষেপ নিয়েছিল ইমাম-ই-ইদগাহ মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহলি বলেন ঈদের সময় এবছর জগন্নাথ যাত্রা দু ঘন্টা পিছিয়ে দিয়েছিল হিন্দুরা নিজে থেকে যাতে আমাদের সুবিধা হয়। রমজানের সময় তিনটি পরিবারের ঈদগাহর উল্টো দিকে রামলীলা ময়দানে বিয়ের আসর ছিল। ওরা আমাদের আবেদন মেনে বাজি পোড়ানো, ডিজে, গানবাজনার অনুষ্ঠানও বন্ধ করেছিল সে জায়গায় তো এটা এক সামান্য বেপার। Today Bengali News

হোলির দিন নামাজের সময়সূচি বদল হলো এই রাজ্যে..

Image
হোলির দিন নমাজের সময়সূচি বদল এমনটাই করলেন ইমাম-ই-ইদগাহ মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহলি। তিনি বলেন হোলিতে মাতোয়ারা লোকজনের সঙ্গে নমাজের প্রার্থনায় যোগদানকারীদের অশান্তি হয়েছে। তাই আমরা বিশেষ করে সাধারণ এলাকার শান্তি বজায় রাখার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। নামাজের সময় বদলে ঠিক ১টা ৪৫-এ সময় ঠিক করা হয়। শিয়া পন্ডিত মৌলানা কালবে জাওয়াদও আসিফি মসজিদে প্রার্থনার সময় বদলে বেলা ১২টা ২০-র বদলে হবে দুপুর ১টায়।  এর আগেও হিন্দুরাও এ ধরনের পদক্ষেপ নিয়েছিল ইমাম-ই-ইদগাহ মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহলি বলেন ঈদের সময় এবছর জগন্নাথ যাত্রা দু ঘন্টা পিছিয়ে দিয়েছিল হিন্দুরা নিজে থেকে যাতে আমাদের সুবিধা হয়। রমজানের সময় তিনটি পরিবারের ঈদগাহর উল্টো দিকে রামলীলা ময়দানে বিয়ের আসর ছিল। ওরা আমাদের আবেদন মেনে বাজি পোড়ানো, ডিজে, গানবাজনার অনুষ্ঠানও বন্ধ করেছিল সে জায়গায় তো এটা এক সামান্য বেপার। Today Bengali News

তিন তালাক দিতেই থানায় ছুটলেন স্ত্রী। তারপর যা হলো শুনলে আপনিও চমকে যাবেন..

Image
সুপ্রভাত ডিজিটাল: স্বামী তিন তালাক দিতেই থানায় পৌঁছলেন স্ত্রী সঙ্গে সঙ্গে অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটে বীরভূমের দুবরাজপু নামক এক এলাকায়। জানা গেছে ২০১৫ সালে দুবরাজপুরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা শের খাঁ-কে বাড়ির না বলে পালিয়ে বিয়ে করেছিলেন মিলি বিবি। Anandabazar Patrika পরে সব ঠিক হয়ে যায় এবং বাড়ির লোক মেনে নেন। শের খাঁ পেশায় বিড়ি শ্রমিক ছিলেন। পরিবারের তরফে জানানো হয়েছে শের খাঁ পণ হিসাবে কানের দুল ও কুড়ি হাজার টাকা দাবি করেন এবং মেয়ের বাড়ির লোক তা সব দেন। মিলি যানান তার স্বামী সেই কানের দুল তার কাছ থেকে চায় যা সে বাপের বাড়ি থেকে পেয়েছিল। কিন্তু মিলি সেটি দিতে চায়না যার ফলে মিলিকে তিন তালাক দেন শের খাঁ। মিলিও ছেড়ে দেবার মেয়ে ছিল না সে সঙ্গে সঙ্গে ছুটে যায় দুবরাজপুর থানায় সেখানে গিয়ে পুরো ঘটনাটি যানান এবং সেখানে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। তিনি বলেন আমি জানি তিনতালক নিসিদ্ধ তাই আমি আর ভয় করিনী। সেখান কার স্থানীয় কাউন্সিলার শেখ নাজিরউদ্দিন বলেন আমরা চাই ওরা আবার সংসার শুরু করুক। সব ঘটনার পর স্বামী জেল হবার ভয়ে সব শিকার করেন আমি ভুল করেছি যা বলেছি তা রাগের মাথায় আমি সব ঠিক

Big Breaking: ত্রিপুরার থেকে বড় Exit poll কি বলছে। গেরুয়া ঝড় আসছে নাকি!!দেখুন..

Image
সুপ্রভাত ডিজিটাল: এবার লাল দুর্গে ফাটল ধরালো বিজেপি, ২৫ বছর ধরে ত্রিপুরার বাম সরকার চলছে, এবার কি তাহলে সেই বাংলার মতো পরিবর্তন। হে ঠিক তাই এমনটাই হতে চলেছে ত্রিপুরায়। ত্রিপুরায় ৬০ বিধানসভা আসন আছে, তার মধ্যে যে দল জিতবে তাকে ৩১ টি আসন পেতে হবে। নিউজ এক্স-এর সমীক্ষায় বলা হয়েছে ত্রিপুরার পরিবর্তন হবে। এবার ত্রিপুরায় সিপিএম পেতে পারে ৪৪.৩ শতাংশ ভোট। বিজেপি ও তার সহযোগীদের ঝুলিতে এবার যেতে পারে ৪২.৮ শতাংশ ভোট। বিজেপি চমক দিতে পারে বামশাসিত এই রাজ্যে। এবার দেখার পালা শনিবার এর ফলাফল।এই ফলাফল দেখে মনে হচ্ছে ত্রিপুরার রং বদল হতে পারে।   নিউজ এক্স সমীক্ষা - বিজেপি- ৩৫ - ৪৫ বাম- ১৪ - ২৩ অন্যান্য - ---- সি ভোটার সমীক্ষা - বিজেপি- ২৮-৩২ বাম- ২৬ - ৩৪ অন্যান্য - ----- অ্যাক্সিস মাই ইন্ডিয়া - বিজেপি- ৪৪ - ৫০ বাম - ৯ - ১৫ অন্যান্য- 0 -৩ Today Bengali News

মহিলাদের জন্য এক বিশেষ উপহার কেন্দ্র সরকারের..

Image
এবার থেকে স্টেশনেও পাওয়া যাবে স্যানিটারি প্যাড। তাও আবার সুলভ মূল্যে। নয়াদিল্লি ও ভোপাল স্টেশনে এবং দেশের রেলওয়ে অফিসগুলিতে ইতিমধ্যেই বসে গিয়েছে স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন। এবার দেশের আরও ২০০টি স্টেশনে এবং রেলওয়ে চত্বরে ৮ মার্চের আগে ভেন্ডিং মেশিন বসানোর উদ্যোগ চলছে। রেল সূত্রে খবর আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগেই স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন বসবে দেশের ২০০টি স্টেশনে। বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি বলেছেন, সমাজের আর্থিকভাবে অনগ্রসর মহিলা ও রেলের মহিলা কর্মীদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরোজিনী নগর রেলওয়ে কলোনিতে রেলওয়ে উইমেন্স ওয়েলফেয়ার সেন্ট্রাল অগানাইজেশন' নামে একটি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। সেখানে সস্তা ও নায্য মূল্যে স্যানিটারী প্যাড তৈরি হয়। রেলমন্ত্রী পিযুস গোয়েল সেই কেন্দ্রে গিয়ে সব দেখে মুগ্ধ হয়েছেন এবং তাদের উৎসাহ প্রদান করেছেন। জানানো হয়েছে যে, এই বছরের ১ জানুয়ারি থেকে দস্তক-এ উৎপাদন শুরু হয়েছে। ছটি প্যাডের দাম মাত্র ২২ টাকা। উৎপাদন বাড়লে এর দাম আরও কমবে বলে জানানো হয়েছে।

মহিলাদের জন্য এক বিশেষ উপহার কেন্দ্র সরকারের..

Image
এবার থেকে স্টেশনেও পাওয়া যাবে স্যানিটারি প্যাড। তাও আবার সুলভ মূল্যে। নয়াদিল্লি ও ভোপাল স্টেশনে এবং দেশের রেলওয়ে অফিসগুলিতে ইতিমধ্যেই বসে গিয়েছে স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন। এবার দেশের আরও ২০০টি স্টেশনে এবং রেলওয়ে চত্বরে ৮ মার্চের আগে ভেন্ডিং মেশিন বসানোর উদ্যোগ চলছে। রেল সূত্রে খবর আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগেই স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন বসবে দেশের ২০০টি স্টেশনে। বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি বলেছেন, সমাজের আর্থিকভাবে অনগ্রসর মহিলা ও রেলের মহিলা কর্মীদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরোজিনী নগর রেলওয়ে কলোনিতে রেলওয়ে উইমেন্স ওয়েলফেয়ার সেন্ট্রাল অগানাইজেশন' নামে একটি উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। সেখানে সস্তা ও নায্য মূল্যে স্যানিটারী প্যাড তৈরি হয়। রেলমন্ত্রী পিযুস গোয়েল সেই কেন্দ্রে গিয়ে সব দেখে মুগ্ধ হয়েছেন এবং তাদের উৎসাহ প্রদান করেছেন। জানানো হয়েছে যে, এই বছরের ১ জানুয়ারি থেকে দস্তক-এ উৎপাদন শুরু হয়েছে। ছটি প্যাডের দাম মাত্র ২২ টাকা। উৎপাদন বাড়লে এর দাম আরও কমবে বলে জানানো হয়েছে।

Big Breaking: আর্থিক কেলেঙ্কারিতে ধরা পড়ল কংগ্রেসর নেতা পি চিদম্বরমের পুত্র..

Image
ফের আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ল কংগ্রেস এর এক বড় নেতার ছেলে। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম। বুধবার সকালে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে চেন্নাই বিমান বন্দরে নামতেই ওনাকে গ্রেফতার করা হয়।  আসল ঘটনাটি হলো আইএনএক্স মিডিয়ার আর্থিক কেলেঙ্কারি মামলায় ওনাকে গ্রেফতার করে সিবিআই। কেন হলো গ্রেফতার, অভি‌যোগ ওঠে আইএনএক্স মিডিয়ার বিদেশ থেকে টাকা সংগ্রহের জন্য ‌যে ইনভেস্টমেন্ট প্রেমোশন বোর্ডের ছাড় পাচ্ছিল না। এবং সেই ছাড়পত্রের জন্য টাকা নেন কার্তি চিদম্বরম। ঘটনাটি ঘটে ২০০৭ সালে এবং সেই সময় কেন্দ্র সরকারে অর্থমন্ত্রী ছিলেন ওনার বাবা পি ছিদম্বরম। বর্তমানে ঘটনার তদন্ত করহে সিবিআই। এর সাথে সিবিআই এক লুক আউট নোটিশ জারি করে যার ফলে বিদেশ‌যাত্রা বর্তমানে বন্ধ কার্তি চিদম্বরম এর জন্য।

Big Breaking: আর্থিক কেলেঙ্কারিতে ধরা পড়ল কংগ্রেসর নেতা পি চিদম্বরমের পুত্র..

Image
ফের আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ল কংগ্রেস এর এক বড় নেতার ছেলে। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম। বুধবার সকালে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে চেন্নাই বিমান বন্দরে নামতেই ওনাকে গ্রেফতার করা হয়।  আসল ঘটনাটি হলো আইএনএক্স মিডিয়ার আর্থিক কেলেঙ্কারি মামলায় ওনাকে গ্রেফতার করে সিবিআই। কেন হলো গ্রেফতার, অভি‌যোগ ওঠে আইএনএক্স মিডিয়ার বিদেশ থেকে টাকা সংগ্রহের জন্য ‌যে ইনভেস্টমেন্ট প্রেমোশন বোর্ডের ছাড় পাচ্ছিল না। এবং সেই ছাড়পত্রের জন্য টাকা নেন কার্তি চিদম্বরম। ঘটনাটি ঘটে ২০০৭ সালে এবং সেই সময় কেন্দ্র সরকারে অর্থমন্ত্রী ছিলেন ওনার বাবা পি ছিদম্বরম। বর্তমানে ঘটনার তদন্ত করহে সিবিআই। এর সাথে সিবিআই এক লুক আউট নোটিশ জারি করে যার ফলে বিদেশ‌যাত্রা বর্তমানে বন্ধ কার্তি চিদম্বরম এর জন্য।

পাকিস্তান মিডিয়ার আজব কীর্তি, দেখুন ভাইরাল ভিডিওটি..

Image
এক নিউজ চ্যানেলের সেটে ক্যামেরার সামনে বসে এক মহিলা ও এক পুরুষ হটাত বিবাদ হয়।  নিউজ চ্যানেলের ওই পুরুষ সঞ্চালক বলে কী করে এর সঙ্গে বুলেটিন করবো ও বলছে, আমার সঙ্গে কথাই বোলো না তুমি তাহলে আমি কি করে কাজ করবো।  দেখুন ভাইরাল ভিডিওটি    তোমার যদি কোনও ব্যক্তিগত বিষয় থাকে, তা হলে সেগুলো আমার সঙ্গে আলোচনা কোরো না।এ বার নিউজ রুমের মহিলা সঞ্চালককে বলে কি হয়েছে কি, মহিলাটি বলেন ভদ্র ভাবে কথা বলো, এই কথা শুনে আরো রেগে যায় পুরুষ সঞ্চালক এবং তিনি বলেন কোথায় অভদ্র ভাবে কথা বললাম আমি, তার পর মানে দুই সঞ্চালককে বিবাদ থামাতে অনুরোধ করে যাচ্ছেন। বর্তমানে ভিডিওটি খুব ভাইরাল হচ্ছে। 

পাকিস্তান মিডিয়ার আজব কীর্তি, দেখুন ভাইরাল ভিডিওটি..

Image
এক নিউজ চ্যানেলের সেটে ক্যামেরার সামনে বসে এক মহিলা ও এক পুরুষ হটাত বিবাদ হয়।  নিউজ চ্যানেলের ওই পুরুষ সঞ্চালক বলে কী করে এর সঙ্গে বুলেটিন করবো ও বলছে, আমার সঙ্গে কথাই বোলো না তুমি তাহলে আমি কি করে কাজ করবো।  দেখুন ভাইরাল ভিডিওটি    তোমার যদি কোনও ব্যক্তিগত বিষয় থাকে, তা হলে সেগুলো আমার সঙ্গে আলোচনা কোরো না।এ বার নিউজ রুমের মহিলা সঞ্চালককে বলে কি হয়েছে কি, মহিলাটি বলেন ভদ্র ভাবে কথা বলো, এই কথা শুনে আরো রেগে যায় পুরুষ সঞ্চালক এবং তিনি বলেন কোথায় অভদ্র ভাবে কথা বললাম আমি, তার পর মানে দুই সঞ্চালককে বিবাদ থামাতে অনুরোধ করে যাচ্ছেন। বর্তমানে ভিডিওটি খুব ভাইরাল হচ্ছে। 

মোদী যুগে আধার কার্ডের জন্য প্রতিবছর প্রায় ১৭ হাজার কোটি টাকা ভারত সরকারের সাশ্রয় করছে। জানুন পুরো তথ্যটি..

Image
মোদী সরকার আসার পর থেকেই সরকার সবসময় আধার কার্ড এর উপর বেশি নজর দিত এবং তার ফল তাও বেস ভালই পাওয়া গেল।আসল বিসয়টি হলো রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করার ফলে গত তিন বছরে প্রায় ২.৯৫ কোটি জাল কার্ড ধরা পরে, যার ফলে সরকারের রাজকোষে প্রতিবছর প্রায় ১৭ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে। এই পুরো বিসয়টি জানান ক্রেতা-বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী সি আর চৌধুরি। ই-গভর্নেন্সের একটি অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন, তার সাথে তিনি এও বলেন যে আধার আসার ফলে ভারতের ডিজিটাল দিক থেকে অনেক সাহায্য পেয়েছে এবং অনেক জালিয়াতিও কমেছে, আধার সব জায়গায় যুক্ত হবার ফলে কাজের গতিও আগের থেকে অনেক বেড়েছে। যার ফলে সাধারণ মানুসেরও অনেক সুবিধা বেড়েছে।

মোদী যুগে আধার কার্ডের জন্য প্রতিবছর প্রায় ১৭ হাজার কোটি টাকা ভারত সরকারের সাশ্রয় করছে। জানুন পুরো তথ্যটি..

Image
মোদী সরকার আসার পর থেকেই সরকার সবসময় আধার কার্ড এর উপর বেশি নজর দিত এবং তার ফল তাও বেস ভালই পাওয়া গেল।আসল বিসয়টি হলো রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত করার ফলে গত তিন বছরে প্রায় ২.৯৫ কোটি জাল কার্ড ধরা পরে, যার ফলে সরকারের রাজকোষে প্রতিবছর প্রায় ১৭ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে। এই পুরো বিসয়টি জানান ক্রেতা-বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী সি আর চৌধুরি। ই-গভর্নেন্সের একটি অনুষ্ঠানে তিনি এই বক্তব্য রাখেন, তার সাথে তিনি এও বলেন যে আধার আসার ফলে ভারতের ডিজিটাল দিক থেকে অনেক সাহায্য পেয়েছে এবং অনেক জালিয়াতিও কমেছে, আধার সব জায়গায় যুক্ত হবার ফলে কাজের গতিও আগের থেকে অনেক বেড়েছে। যার ফলে সাধারণ মানুসেরও অনেক সুবিধা বেড়েছে।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুকুলের নতুন ম্যাজিক চাপে তৃণমূল..

Image
পঞ্চায়েত নির্বাচন নিয়ে সব দল এখন থেকেই কাজ শুরু করে দিয়েছে। মুকুলের চমক এবার বিজেপিতে, এবার মুকুল রায়কে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল রাজ্য বিজেপি। গতবছর তৃণমূল কংগ্রেস ছেড়ে  বিজেপিতে যোগ দেন মুকুল রায়।   জানা গিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই থেকে শুরু করে কীভাবে প্রচার সব সিদ্ধান্ত নেবেন মুকুল রায় যানান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন মুকুল বাবুর উপর আমাদের ভরসা আছে উনি যেটা করবেন দল ও সাধারণ মানুস এর কথা ভেবেই করবেন। গত কয়েক বছরে, রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে নিজের দখল আরও মজবুত করেছে বিজেপি। এবং এই পঞ্চায়েত নির্বাচনে প্রথম স্থান অধিকার করতে চায় বিজেপি। পঞ্চায়েত নির্বাচন জিতে এক নতুন বাংলা গড়তে চায় বিজেপি। আর এখন দল এর নতুন চাবিকাঠি হলো  মুকুল রায়।

পঞ্চায়েত নির্বাচন নিয়ে মুকুলের নতুন ম্যাজিক চাপে তৃণমূল..

Image
পঞ্চায়েত নির্বাচন নিয়ে সব দল এখন থেকেই কাজ শুরু করে দিয়েছে। মুকুলের চমক এবার বিজেপিতে, এবার মুকুল রায়কে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল রাজ্য বিজেপি। গতবছর তৃণমূল কংগ্রেস ছেড়ে  বিজেপিতে যোগ দেন মুকুল রায়।   জানা গিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই থেকে শুরু করে কীভাবে প্রচার সব সিদ্ধান্ত নেবেন মুকুল রায় যানান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেন মুকুল বাবুর উপর আমাদের ভরসা আছে উনি যেটা করবেন দল ও সাধারণ মানুস এর কথা ভেবেই করবেন। গত কয়েক বছরে, রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে নিজের দখল আরও মজবুত করেছে বিজেপি। এবং এই পঞ্চায়েত নির্বাচনে প্রথম স্থান অধিকার করতে চায় বিজেপি। পঞ্চায়েত নির্বাচন জিতে এক নতুন বাংলা গড়তে চায় বিজেপি। আর এখন দল এর নতুন চাবিকাঠি হলো  মুকুল রায়।

আর্থিক জালিয়াতি করে বিদেশে পালিয়ে বাঁচার পথ বন্ধ এবার এক নতুন কড়া আইন মোদী সরকারের...

Image
  বিজয় মালিয়া, ললিত মোদী থেকে নীরব মোদী মতো আর কেউ পারবে না দেশ থেকে পালাতে। কোটি কোটি টাকা জালিয়াতি বন্ধ করতে এবার মোদী সরকার নিয়ে আসছে এক নতুন আইন। নতুন এই আইন অনু‌যায়ী, আর্থিক দুর্নীতিতে যুক্তদের দেশে ফেরানো না ‌গেলে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বকেয়া অর্থ উদ্ধার করতে পারবে সরকার।  এই আইন আসবে মার্চেই সংসদের অধিবেশনে পেশ করা হবে ‘দ্যা ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স বিল’ নামে একটি বিল থেকে। এই নতুন বিল অনুযায় কেউ যদি কোনও আর্থিক অপরাধ করে বিদেশে পালিয়ে যায়, সেক্ষেত্রে তাকে পলাতক আর্থিক অপরাধী বলে গণ্য করা হবে এবং আর্থিক জালিয়াতি, কর ফাঁকি, নথি জাল, ঋণ খেলাপি টাকা ফেরত না দেওয়া একাধিক বিষয় আছে নতুন এই আইন,এবং ১০০ কোটি টাকার বেশি হলে, কেবল তখনই তা ‘দ্যা ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স বিল’-এর আওতায় পড়বে।

আর্থিক জালিয়াতি করে বিদেশে পালিয়ে বাঁচার পথ বন্ধ এবার এক নতুন কড়া আইন মোদী সরকারের...

Image
  বিজয় মালিয়া, ললিত মোদী থেকে নীরব মোদী মতো আর কেউ পারবে না দেশ থেকে পালাতে। কোটি কোটি টাকা জালিয়াতি বন্ধ করতে এবার মোদী সরকার নিয়ে আসছে এক নতুন আইন। নতুন এই আইন অনু‌যায়ী, আর্থিক দুর্নীতিতে যুক্তদের দেশে ফেরানো না ‌গেলে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে বকেয়া অর্থ উদ্ধার করতে পারবে সরকার।  এই আইন আসবে মার্চেই সংসদের অধিবেশনে পেশ করা হবে ‘দ্যা ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স বিল’ নামে একটি বিল থেকে। এই নতুন বিল অনুযায় কেউ যদি কোনও আর্থিক অপরাধ করে বিদেশে পালিয়ে যায়, সেক্ষেত্রে তাকে পলাতক আর্থিক অপরাধী বলে গণ্য করা হবে এবং আর্থিক জালিয়াতি, কর ফাঁকি, নথি জাল, ঋণ খেলাপি টাকা ফেরত না দেওয়া একাধিক বিষয় আছে নতুন এই আইন,এবং ১০০ কোটি টাকার বেশি হলে, কেবল তখনই তা ‘দ্যা ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স বিল’-এর আওতায় পড়বে।

খুন করা হয়েছে শ্রীদেবীকে, এটি সাধারণ মৃত্যু নয় দাবি বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যন স্বামীর। পড়ুন চাঞ্চলকর তথ্যটি..

Image
শেষ পাওয়া খবর অনুযায়ী, হোটেলের যে ঘরে অভিনেত্রী ছিলেন, সেখানকার বাথরুমে অচৈতন্য হয়ে বাথটবে পড়েছিলেন শ্রীদেবী।শ্রীদেবীর মৃত্যুকে নিয়ে কদিন ধরেই জল্পনা চলছে। প্রবীণ সাংবাদিক এস.বালাকৃষ্ণণের অভিনেত্রীর মৃত্যু নিয়ে সন্দেহ প্রথমেই করেছিলেন, এখন শ্রীদেবীর মৃত্যুকে খুন বলে মনে করেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যন স্বামী। তিনি বলেন এই মৃত্যুর সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম যোগ আছে এই মৃত্যুতে হাত রয়েছে দাউদের। তিনি এক সাক্ষাত্কারে বলেন মদ্যপান করতেন না শ্রীদেবী।মাঝেমধ্যে খেলেও, বিয়ার পান করতেন। তিনি আরো অভিযোগ করেন কেন দুবাই পুলিশের তদন্তকারী অফিসারেরা হোটেলের ঘরের সিসিটিভি ফুটেজ দেখছেন না।  দুবাই সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে শ্রীদেবীর যখন মৃত্যু হয়, তখন হোটেলের ঘরের মধ্যেই ছিলেন তার স্বামী বনি কপূর।শেষ পাওয়া খবর অনুযায়ী, হোটেলের যে ঘরে অভিনেত্রী ছিলেন, সেখানকার বাথরুমে অচৈতন্য হয়ে বাথটবে পড়েছিলেন শ্রীদেবী।

খুন করা হয়েছে শ্রীদেবীকে, এটি সাধারণ মৃত্যু নয় দাবি বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যন স্বামীর। পড়ুন চাঞ্চলকর তথ্যটি..

Image
শেষ পাওয়া খবর অনুযায়ী, হোটেলের যে ঘরে অভিনেত্রী ছিলেন, সেখানকার বাথরুমে অচৈতন্য হয়ে বাথটবে পড়েছিলেন শ্রীদেবী।শ্রীদেবীর মৃত্যুকে নিয়ে কদিন ধরেই জল্পনা চলছে। প্রবীণ সাংবাদিক এস.বালাকৃষ্ণণের অভিনেত্রীর মৃত্যু নিয়ে সন্দেহ প্রথমেই করেছিলেন, এখন শ্রীদেবীর মৃত্যুকে খুন বলে মনে করেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যন স্বামী। তিনি বলেন এই মৃত্যুর সঙ্গে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম যোগ আছে এই মৃত্যুতে হাত রয়েছে দাউদের। তিনি এক সাক্ষাত্কারে বলেন মদ্যপান করতেন না শ্রীদেবী।মাঝেমধ্যে খেলেও, বিয়ার পান করতেন। তিনি আরো অভিযোগ করেন কেন দুবাই পুলিশের তদন্তকারী অফিসারেরা হোটেলের ঘরের সিসিটিভি ফুটেজ দেখছেন না।  দুবাই সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে শ্রীদেবীর যখন মৃত্যু হয়, তখন হোটেলের ঘরের মধ্যেই ছিলেন তার স্বামী বনি কপূর।শেষ পাওয়া খবর অনুযায়ী, হোটেলের যে ঘরে অভিনেত্রী ছিলেন, সেখানকার বাথরুমে অচৈতন্য হয়ে বাথটবে পড়েছিলেন শ্রীদেবী।

যারা ভারত মাতা কি জয়' যাঁরা বলেন না তাঁরা পাকিস্তানি, কড়া মন্তব্য এই বিধায়কের..

Image
                                  ফের বিতর্ক উস্কে দিলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র নারাইন সিংহ। এবার বিতর্ক পাকিস্তান নিয়ে। তিনি এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সেখানেই তিনি বলেন যাঁরা ভারত মাতা কি জয় বলেন না, তাঁরা পাকিস্তানি। যারা দেশে থেকে দেশ বিরোধী কথা বলেন তারা পাকিস্তানি। এমন মন্তব্য এর পর রাজনৈতিক মহল গরম হয়ে যায়।এর আগে তিনি বলেছিলেন, ২০২৪-র মধ্যে ভারত হিন্দু রাষ্ট্র হয়ে উঠবে। এরপর সেই মুসলিমরাই এদেশে থাকবেন, যাঁরা হিন্দু সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন। বিজেপি তরফ থেকে জানানো হয়েছে এটা একাত ওনার মন্তব্য এর সাথে বিজেপির কোনো মত নেই।

যারা ভারত মাতা কি জয়' যাঁরা বলেন না তাঁরা পাকিস্তানি, কড়া মন্তব্য এই বিধায়কের..

Image
                                  ফের বিতর্ক উস্কে দিলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র নারাইন সিংহ। এবার বিতর্ক পাকিস্তান নিয়ে। তিনি এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সেখানেই তিনি বলেন যাঁরা ভারত মাতা কি জয় বলেন না, তাঁরা পাকিস্তানি। যারা দেশে থেকে দেশ বিরোধী কথা বলেন তারা পাকিস্তানি। এমন মন্তব্য এর পর রাজনৈতিক মহল গরম হয়ে যায়।এর আগে তিনি বলেছিলেন, ২০২৪-র মধ্যে ভারত হিন্দু রাষ্ট্র হয়ে উঠবে। এরপর সেই মুসলিমরাই এদেশে থাকবেন, যাঁরা হিন্দু সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন। বিজেপি তরফ থেকে জানানো হয়েছে এটা একাত ওনার মন্তব্য এর সাথে বিজেপির কোনো মত নেই।

ভাইচুংকে বিজেপি স্বাগত জানিয়ে তৃণমূলকে দিল এক নতুন চমক..

Image
ভাইচুং নিয়ে এখন রাজনীতি চরমে, সব রাজনৈতিক দল চায় ভাইচুং তাদের দলে যুক্ত হয়। কিন্তু ভাইচুং কোন দলে যুক্ত হবে সেই নিয়ে জল্পনা এখন চরমে। গোর্খাল্যান্ডের দাবি যখন উঠেছিল সেই সময় ভাইচুং বলেন আলাদা গোর্খাল্যান্ড হলে পাহাড়ে শান্তি আসবে। তৃণমূল ছেড়ে দেবার পর ভাইচুংকে পেতে সবাই চাইছে কিন্তু ভাইচুং যোগ দিতে পারে বিজেপিতে এমনটাই জানা যায় কিছু সুত্র থেকে। এই বেপারটিকে বল দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু ও সর্বভারতীয় সম্পাদক রাহুল সিংহ, দল ছাড়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু ভাইচুংকে বিজেপিতে স্বাগত জানান এবং বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাহুল সিংহও বলেন আসতে চাইলে ওঁর মতো দেশবরেণ্য ফুটবলারকে আমরা নিশ্চয়ই স্বাগত জানাব। ওঁকে পেলে বিজেপি ও দেশের লাভ হবে।এমনকি এও জানা যায় তিনি বিজেপিতে যুক্ত হবার জন্যই তিনি তৃণমূল ছেড়ে দেবার সিধান্ত নেন। অনেক জায়গায় তৃণমূল এর সাথে তার মত মেলেনি যেমন নোটবন্দী ও গোর্খাল্যান্ড দাবিতে তিনি দল এর বিরুদ্ধে গিয়ে বলেন তার জন্য দল তার উপর ভরসা ঠিক করতে পারিনি।

ভাইচুংকে বিজেপি স্বাগত জানিয়ে তৃণমূলকে দিল এক নতুন চমক..

Image
ভাইচুং নিয়ে এখন রাজনীতি চরমে, সব রাজনৈতিক দল চায় ভাইচুং তাদের দলে যুক্ত হয়। কিন্তু ভাইচুং কোন দলে যুক্ত হবে সেই নিয়ে জল্পনা এখন চরমে। গোর্খাল্যান্ডের দাবি যখন উঠেছিল সেই সময় ভাইচুং বলেন আলাদা গোর্খাল্যান্ড হলে পাহাড়ে শান্তি আসবে। তৃণমূল ছেড়ে দেবার পর ভাইচুংকে পেতে সবাই চাইছে কিন্তু ভাইচুং যোগ দিতে পারে বিজেপিতে এমনটাই জানা যায় কিছু সুত্র থেকে। এই বেপারটিকে বল দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু ও সর্বভারতীয় সম্পাদক রাহুল সিংহ, দল ছাড়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু ভাইচুংকে বিজেপিতে স্বাগত জানান এবং বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাহুল সিংহও বলেন আসতে চাইলে ওঁর মতো দেশবরেণ্য ফুটবলারকে আমরা নিশ্চয়ই স্বাগত জানাব। ওঁকে পেলে বিজেপি ও দেশের লাভ হবে।এমনকি এও জানা যায় তিনি বিজেপিতে যুক্ত হবার জন্যই তিনি তৃণমূল ছেড়ে দেবার সিধান্ত নেন। অনেক জায়গায় তৃণমূল এর সাথে তার মত মেলেনি যেমন নোটবন্দী ও গোর্খাল্যান্ড দাবিতে তিনি দল এর বিরুদ্ধে গিয়ে বলেন তার জন্য দল তার উপর ভরসা ঠিক করতে পারিনি।

Big Breaking: ১০৯ কোটি টাকার ব্যাঙ্ক ঘোটালা করলো এবার এই কংগ্রেস জামাই..

Image
এবার কংগ্রেস পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পর এবার ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ঘোটালা। আসল ঘটনাটি হলো পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমার্নার সিং,ওনার জামাই এর বিরুদ্ধেই এমন অভিযোগ উঠলো।  ১০৯ কোটি টাকা ঋণ না শোধ করার অভিযোগে যুক্ত এফআইআর-এ নাম রয়েছে এই সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গুরমিত সিংহ ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গুরপাল সিংহ এবং সিএফও, এছাড়াও রয়েছে অনেকে। এই সংস্থার ১১% শেয়ার পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমার্নার সিং এর জামাই এর। ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের দাবি ২০১১ সালে কিছু চাষিদের টাকা দেওয়ার কথা বলে ১০৯ কোটি টাকা ঋণ নেয় সিমভাওলি সুগার্স। যে কৃষকদের টাকা দেওয়ার কথা বলা হয়, তাঁদের প্রত্যেকের নাম জমা দেওয়া হয় ব্যাঙ্কে। এবং কেওয়াইসিও করা হয়। চাষিদের নামে নেওয়া সব টাকাই নিয়ে নেয় সুগার্স কোম্পানি। বর্তমানে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স সিবিআইকে তদন্ত জন্য অনুরোধ করে এবং সিবিআই এই মাবলাটি নিয়ে তদন্ত শুরু করে।

Big Breaking: ১০৯ কোটি টাকার ব্যাঙ্ক ঘোটালা করলো এবার এই কংগ্রেস জামাই..

Image
এবার কংগ্রেস পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পর এবার ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ঘোটালা। আসল ঘটনাটি হলো পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমার্নার সিং,ওনার জামাই এর বিরুদ্ধেই এমন অভিযোগ উঠলো।  ১০৯ কোটি টাকা ঋণ না শোধ করার অভিযোগে যুক্ত এফআইআর-এ নাম রয়েছে এই সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গুরমিত সিংহ ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গুরপাল সিংহ এবং সিএফও, এছাড়াও রয়েছে অনেকে। এই সংস্থার ১১% শেয়ার পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমার্নার সিং এর জামাই এর। ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্সের দাবি ২০১১ সালে কিছু চাষিদের টাকা দেওয়ার কথা বলে ১০৯ কোটি টাকা ঋণ নেয় সিমভাওলি সুগার্স। যে কৃষকদের টাকা দেওয়ার কথা বলা হয়, তাঁদের প্রত্যেকের নাম জমা দেওয়া হয় ব্যাঙ্কে। এবং কেওয়াইসিও করা হয়। চাষিদের নামে নেওয়া সব টাকাই নিয়ে নেয় সুগার্স কোম্পানি। বর্তমানে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স সিবিআইকে তদন্ত জন্য অনুরোধ করে এবং সিবিআই এই মাবলাটি নিয়ে তদন্ত শুরু করে।

ভাইচুং: তৃণমূল ছাড়ার আসল কারণ শুনলে আপনিও চমকে যাবেন..

Image
তৃণমূল ছাড়লেন ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক ভাইচুং ভুটিয়া। তৃণমূলে তাঁকে তেমন গুরুত্বও দেওয়া হচ্ছিল না। সেই কারণেই কি এমন সিধান্ত? সোমবার সকাল ৯টা ২৭ মিনিটে টুইট করেন এবং যানান আজ তৃণমূলের সদস্যপদ-সহ যাবতীয় পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিলাম। আমি ভারতের আর কোনও রাজনৈতিক দলের সদস্য রইলাম না। এমন মন্তবের পর বাংলার রাজনীতিতে ঝর উঠে আসে যার ফলে সবাই জানতে চায় কেন ভাইচুং ভুটিয়া এমন সিধান্ত নিলেন তার মানে কি তিনি রাজনীতি ছাড়ছেন না অন্য কোনো দলের সাথে যুক্ত হবার জন্য এমন সিধান্ত। এর প্রথম কারণ হলো ওনাকে তৃণমূলে তাঁকে তেমন গুরুত্বও দিত না এমনকি উনিও অনেক সময় দলের বিরুদ্ধে কথা বলতেন,যেমন তিনি নোট বন্ধীকে সমর্থন করেছিলেন এবং তিনি যখন পাহাড় জলছে তখন ও তিনি গোর্খা সমর্থনে দাড়িয়ে ছিলেন। এই সব কারণের জন্যই কি দল থেকে চাপ এর ফলে এমন সিধান্ত না অন্য কিছু ?

Big Breaking: আবার সার্জিক্যাল স্ট্রাইক করতে চলেছে ভারতীয় সেনা, কিন্তু কবে কোথায় জানুন..

Image
ফের সার্জিক্যাল স্ট্রাইকের ইঙ্গিত দিলেন ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত। কড়া ভাসায় পাকিস্তানকে জবাব দিতে তৈরী হচ্ছে ভারতীয় সেনা।পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন সেনা প্রধান বিপিন রাওয়াত। তিনি বলেন সুঞ্জানের সেনা ছাউনিতে হামলার চড়া মূল্য পাকিস্তানকে দিতে হবে, তিনি এও বলেন যদি দরকার পরে তাহলে ফের সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত। গত ১০ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের সুঞ্জানে সেনার ৩৬ ব্রিগেডের সদর দফতরে হামলা চালায় জইশ-ই-মহম্মদের জঙ্গিরা। শহিদ হন ৬ জন জওয়ান। এবার তার জবাব দিতে চায় ভারত এমনটাই পস্ট করলেন সেনা প্রধান বিপিন রাওয়াত, তিনি এক সাক্ষাত্কারে এমন বলেন।

Big Breaking: আবার সার্জিক্যাল স্ট্রাইক করতে চলেছে ভারতীয় সেনা, কিন্তু কবে কোথায় জানুন..

Image
ফের সার্জিক্যাল স্ট্রাইকের ইঙ্গিত দিলেন ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত। কড়া ভাসায় পাকিস্তানকে জবাব দিতে তৈরী হচ্ছে ভারতীয় সেনা।পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন সেনা প্রধান বিপিন রাওয়াত। তিনি বলেন সুঞ্জানের সেনা ছাউনিতে হামলার চড়া মূল্য পাকিস্তানকে দিতে হবে, তিনি এও বলেন যদি দরকার পরে তাহলে ফের সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত। গত ১০ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের সুঞ্জানে সেনার ৩৬ ব্রিগেডের সদর দফতরে হামলা চালায় জইশ-ই-মহম্মদের জঙ্গিরা। শহিদ হন ৬ জন জওয়ান। এবার তার জবাব দিতে চায় ভারত এমনটাই পস্ট করলেন সেনা প্রধান বিপিন রাওয়াত, তিনি এক সাক্ষাত্কারে এমন বলেন।

স্যালুট এই মহিলাকে, আজ শহীদ সেনা স্ত্রী যা করে দেখালেন..

Image
সুপ্রভাত ডিজিটাল: কুমুদ ডোগরা যুদ্ধের ময়দানে বীরত্ব দেখানোর চেয়ে, এই সাহসিকতা যে কোনও অংশে কম নয়, কিন্তু গত ১৫ ফেব্রুয়ারি এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। ডি ভটসের সঙ্গে সেদিন বায়ুসেনার বিমানে ছিলেন জয় পল সিংহ।  বায়সেনার জোরহাট স্টেশন থেকে তাঁরা ওড়েন কিন্তু বিমানটি দুই আসন বিশিষ্ট ছিল তার বায়ুসেনা দেখভাল করা সবচেয়ে ছোট বিমানের অন্যতম ছিল এটি যান্ত্রিক ত্রুটির কারণে অসমের মাজুলি দ্বীপের কাছে ভেঙে পড়ে বিমানটি।এরপর স্বামীকে শেষবিদায় জানাতে সদ্য মা হওয়া মেজর কুমুদ সেনার ইউনিফর্মে হাজির হন শেষযাত্রায়, সঙ্গে আনেন তাঁর পাঁচ দিনের শিশুকন্যাকে। ভারতের এই গর্বিত বীরদের জন্যই আজ ভারত এত শক্তিশালী। 

স্যালুট এই মহিলাকে, আজ শহীদ সেনা স্ত্রী যা করে দেখালেন..

Image
সুপ্রভাত ডিজিটাল: কুমুদ ডোগরা যুদ্ধের ময়দানে বীরত্ব দেখানোর চেয়ে, এই সাহসিকতা যে কোনও অংশে কম নয়, কিন্তু গত ১৫ ফেব্রুয়ারি এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। ডি ভটসের সঙ্গে সেদিন বায়ুসেনার বিমানে ছিলেন জয় পল সিংহ।  বায়সেনার জোরহাট স্টেশন থেকে তাঁরা ওড়েন কিন্তু বিমানটি দুই আসন বিশিষ্ট ছিল তার বায়ুসেনা দেখভাল করা সবচেয়ে ছোট বিমানের অন্যতম ছিল এটি যান্ত্রিক ত্রুটির কারণে অসমের মাজুলি দ্বীপের কাছে ভেঙে পড়ে বিমানটি।এরপর স্বামীকে শেষবিদায় জানাতে সদ্য মা হওয়া মেজর কুমুদ সেনার ইউনিফর্মে হাজির হন শেষযাত্রায়, সঙ্গে আনেন তাঁর পাঁচ দিনের শিশুকন্যাকে। ভারতের এই গর্বিত বীরদের জন্যই আজ ভারত এত শক্তিশালী। 

পিএনবি কেলেঙ্কারি: নীরব মোদীর বিলাসবহুল বাংলো সহ রেকর্ড এত কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করল মোদী সরকার..

Image
ইডির বড় সাফল্য,মামা-ভাগ্নে জুটির মোট ৯৪ কোটি ৫২ লক্ষ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি নীরব মোদী ও তাঁর ব্যক্তিগতলাক্সারি গাড়ি যেমন রোলস রয়েস ঘোস্ট, দু’টি মার্সিডিজ বেঞ্জ, একটি পোর্সে পানামেরা, তিনটি হন্ডা এবং একটি টয়োটা ফরচুনার গাড়ি এ দিন বাজেয়াপ্ত করেছে ইডি। এই সব গাড়ি আজ ইডি বাজেয়াপ্ত করে। পিএনবি কেলেঙ্কারিতে নীরব মোদীর আরও কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। আজ নীরবের প্রায় ২১টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এরমধ্যে রয়েছে পেইন্ট হাউস, খামারবাড়ি সহ হীরে ব্যবসায়ীর মোট ৫২৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। দেশের ১৭টি জায়গায় তল্লাশি চালিয়ে মোট ১০ কোটি টাকার হিরে ও ১৪১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট থেকেমোট ১৪৫ কোটি ৭৪ লক্ষ টাকা পাওয়া যায়। এখনও পর্যন্ত নীরব ও তাঁর মামা মেহুল চোক্সীর মোট ১২৬টি ভুয়ো সংস্থার সন্ধান মিলেছে বলে জানিয়েছে ইডি। সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৫ হাজার ৭৩৬ কোটি টাকার। দেশে এই প্রথম এমন দূর্ত কাজ করছে বলে যানান সাধারন মানুস।

পিএনবি কেলেঙ্কারি: নীরব মোদীর বিলাসবহুল বাংলো সহ রেকর্ড এত কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করল মোদী সরকার..

Image
ইডির বড় সাফল্য,মামা-ভাগ্নে জুটির মোট ৯৪ কোটি ৫২ লক্ষ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি নীরব মোদী ও তাঁর ব্যক্তিগতলাক্সারি গাড়ি যেমন রোলস রয়েস ঘোস্ট, দু’টি মার্সিডিজ বেঞ্জ, একটি পোর্সে পানামেরা, তিনটি হন্ডা এবং একটি টয়োটা ফরচুনার গাড়ি এ দিন বাজেয়াপ্ত করেছে ইডি। এই সব গাড়ি আজ ইডি বাজেয়াপ্ত করে। পিএনবি কেলেঙ্কারিতে নীরব মোদীর আরও কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। আজ নীরবের প্রায় ২১টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এরমধ্যে রয়েছে পেইন্ট হাউস, খামারবাড়ি সহ হীরে ব্যবসায়ীর মোট ৫২৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। দেশের ১৭টি জায়গায় তল্লাশি চালিয়ে মোট ১০ কোটি টাকার হিরে ও ১৪১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট থেকেমোট ১৪৫ কোটি ৭৪ লক্ষ টাকা পাওয়া যায়। এখনও পর্যন্ত নীরব ও তাঁর মামা মেহুল চোক্সীর মোট ১২৬টি ভুয়ো সংস্থার সন্ধান মিলেছে বলে জানিয়েছে ইডি। সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৫ হাজার ৭৩৬ কোটি টাকার। দেশে এই প্রথম এমন দূর্ত কাজ করছে বলে যানান সাধারন মানুস।

ভারতের এই চাপের ফলে পাকিস্তানের সঙ্গ ছাড়তে বাধ্য হলো চিন..

Image
ভারতকে চাপে রাখতে বিভিন্ন মঞ্চে পাকিস্তানের পাশে দাঁড়ায় চিন। কিন্তু এবার চীনও পালটি খেলো, চীন এবার পাকিস্তানের হাত ছাড়ল। চাপে পাকিস্তান। পাকিস্তান যেভাবে সন্ত্রাস ছড়াচ্ছে তা আর কোনো দেশের কাছে লুলিয়ে নেই,  আর সেই পাকিস্তানকে বারবার সমর্থন করে চীন বিশ্বের দরবারে এক সন্ত্রাস সমর্থক ভাব আসছিল কিন্ত বেজিংই এবার হাত ছাড়ল ইসলামাবাদের। ভারতের প্রধানমন্ত্রী মোদী কড়া ভাসায় জানায় যানান ভারত কোনদিনও সন্ত্রাস ও সন্ত্রাস সমর্থনদের কখনো সমর্থন করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র , ভারত ও অন্যান্য দেশের চাপের মুখেই অবস্থান বদল করেছে চিন।  তবে পাকিস্তান এর দাবি, এব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মাসখানেক আগেই পাকিস্তানকে সবরকম আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার সেই পথে চীন। যে কাজ ভারত প্রথম শুরু করেছিল সেই কাজ আসতে আসতে বিশ্বের বড় বড় দেশ গুলো এখন করছে ভারতের চাপে পরে।

ভারতের এই চাপের ফলে পাকিস্তানের সঙ্গ ছাড়তে বাধ্য হলো চিন..

Image
ভারতকে চাপে রাখতে বিভিন্ন মঞ্চে পাকিস্তানের পাশে দাঁড়ায় চিন। কিন্তু এবার চীনও পালটি খেলো, চীন এবার পাকিস্তানের হাত ছাড়ল। চাপে পাকিস্তান। পাকিস্তান যেভাবে সন্ত্রাস ছড়াচ্ছে তা আর কোনো দেশের কাছে লুলিয়ে নেই,  আর সেই পাকিস্তানকে বারবার সমর্থন করে চীন বিশ্বের দরবারে এক সন্ত্রাস সমর্থক ভাব আসছিল কিন্ত বেজিংই এবার হাত ছাড়ল ইসলামাবাদের। ভারতের প্রধানমন্ত্রী মোদী কড়া ভাসায় জানায় যানান ভারত কোনদিনও সন্ত্রাস ও সন্ত্রাস সমর্থনদের কখনো সমর্থন করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র , ভারত ও অন্যান্য দেশের চাপের মুখেই অবস্থান বদল করেছে চিন।  তবে পাকিস্তান এর দাবি, এব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মাসখানেক আগেই পাকিস্তানকে সবরকম আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার সেই পথে চীন। যে কাজ ভারত প্রথম শুরু করেছিল সেই কাজ আসতে আসতে বিশ্বের বড় বড় দেশ গুলো এখন করছে ভারতের চাপে পরে।

বিশ্ব বাণিজ্য সম্মেলনে মোদীর কড়া বার্তা ছোট মোদীকে,কী বললেন তিনি পিএনবিকাণ্ড নিয়ে..

Image
টাইমস অফ ইন্ডিয়ার উদ্যোগে গ্লোবাল বিজনেস সামিট এবছরও শুরু হয়। আর সেই উপলক্ষ্যে দেশ বিদেশের সব বড়বড় ব্যবসার উদ্যোগপতিরা যুক্ত হন। এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে যোগ দিয়েছেন। এই সামিট এর মূল বিসয় হলো ব্যবসারকে প্রোমোট করা ও তার সাথে এক আলোচনা সভা। এই সভাকে উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বলেন যারা সাধারণ মানুষের অর্থ নয়ছয় করে তাঁদের ছেড়ে কথা বলা হবে না। ১১,৪০০ কোটি টাকার পিএনবি কেলেঙ্কারিকে ইঙ্গিত করেই এই কথা বলেন। তিনি বলেন ভারত এখন বিশ্বের মধ্যে সবথেকে বেশি দ্রুত গতিতে অর্থনৈতি নিয়ে চলা দেশ, এই দেশে যে যে কোম্পানি আসবে তারা খুব ভালো করে কাজ করতে পারবে। এই সামিটে যুক্ত ছিলেন সম্মেলনের স্পিকার ভারতের নীতি-আয়োগের সিইও অমিতাভ কান্ত ও ভারতীয় বিনোদন শিল্পের অন্যতম উদ্যোগপতি শাহরুখ খান ও একতা কাপুর।

বিশ্ব বাণিজ্য সম্মেলনে মোদীর কড়া বার্তা ছোট মোদীকে,কী বললেন তিনি পিএনবিকাণ্ড নিয়ে..

Image
টাইমস অফ ইন্ডিয়ার উদ্যোগে গ্লোবাল বিজনেস সামিট এবছরও শুরু হয়। আর সেই উপলক্ষ্যে দেশ বিদেশের সব বড়বড় ব্যবসার উদ্যোগপতিরা যুক্ত হন। এই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে যোগ দিয়েছেন। এই সামিট এর মূল বিসয় হলো ব্যবসারকে প্রোমোট করা ও তার সাথে এক আলোচনা সভা। এই সভাকে উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বলেন যারা সাধারণ মানুষের অর্থ নয়ছয় করে তাঁদের ছেড়ে কথা বলা হবে না। ১১,৪০০ কোটি টাকার পিএনবি কেলেঙ্কারিকে ইঙ্গিত করেই এই কথা বলেন। তিনি বলেন ভারত এখন বিশ্বের মধ্যে সবথেকে বেশি দ্রুত গতিতে অর্থনৈতি নিয়ে চলা দেশ, এই দেশে যে যে কোম্পানি আসবে তারা খুব ভালো করে কাজ করতে পারবে। এই সামিটে যুক্ত ছিলেন সম্মেলনের স্পিকার ভারতের নীতি-আয়োগের সিইও অমিতাভ কান্ত ও ভারতীয় বিনোদন শিল্পের অন্যতম উদ্যোগপতি শাহরুখ খান ও একতা কাপুর।

ভুল বিজ্ঞাপনের অনুমতি না দেওয়াতে মুখ্যসচিবকে বাড়িতে ডেকে পেটালো এই মুখ্যমন্ত্রীর বিধায়ক..

Image
মুখ্যসচিব পেটানো কেলেঙ্কারী কথাটা শুনলে খুবই খারাপ লাগে, কিন্তু এমন ঘটনাটি ঘটলো দেশের রাজধানী দিল্লিতে। তাও কারণ এখনও পযন্ত জানাগেছে বিজ্ঞাপনের অনুমতি না পাবার জন্য এমন ঘটনা। আসল ঘটনাটি হলো এক বৈঠকের জন্য মুখ্যসচিবকে মুখ্যমন্ত্রী আবাসে ডাকেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।  সেই বৈঠক নিয়ে মুখ্যসচিব বলেন আমি মুখ্যমন্ত্রী আবাসে আসার পর আমাকে বসতে বলা হয়,সেখান আমি ছাড়া মুখ্যমন্ত্রী ও তার দলেন কিছু বিধায়ক উপস্থিত ছিলেন, সেখানে আমাকে বলা হয় রাজ্য সরকার যে বিজ্ঞাপন ছাড়তে চাইছে তা কেন আমি পাস করিনি।  তার জবাবে আমি তাদের বলি এই বিজ্ঞাপন গুলি সুপ্রিমকোর্টের নির্দেশ বিরোধী তাই এই বিজ্ঞাপনের অনুমতি আমি দিতে পারব না। এমন বলার পরেই সেখানে থাকা বিধায়ক আমার উপর হামলা করে এবং আমাকে মারার চেষ্টা করে, সেই জায়গা থেকে আমি কোনো রকমে বেরিয়ে আসি। এই পুরো ঘটনা সোনার পর পুলিস আজ মুখ্যমন্ত্রী আবাসে গিয়ে তদন্ত শুরু করে ও তার সাথে এখনও পর্যন্ত দুটি বিধায়ক ধরা হয়।

ভুল বিজ্ঞাপনের অনুমতি না দেওয়াতে মুখ্যসচিবকে বাড়িতে ডেকে পেটালো এই মুখ্যমন্ত্রীর বিধায়ক..

Image
মুখ্যসচিব পেটানো কেলেঙ্কারী কথাটা শুনলে খুবই খারাপ লাগে, কিন্তু এমন ঘটনাটি ঘটলো দেশের রাজধানী দিল্লিতে। তাও কারণ এখনও পযন্ত জানাগেছে বিজ্ঞাপনের অনুমতি না পাবার জন্য এমন ঘটনা। আসল ঘটনাটি হলো এক বৈঠকের জন্য মুখ্যসচিবকে মুখ্যমন্ত্রী আবাসে ডাকেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।  সেই বৈঠক নিয়ে মুখ্যসচিব বলেন আমি মুখ্যমন্ত্রী আবাসে আসার পর আমাকে বসতে বলা হয়,সেখান আমি ছাড়া মুখ্যমন্ত্রী ও তার দলেন কিছু বিধায়ক উপস্থিত ছিলেন, সেখানে আমাকে বলা হয় রাজ্য সরকার যে বিজ্ঞাপন ছাড়তে চাইছে তা কেন আমি পাস করিনি।  তার জবাবে আমি তাদের বলি এই বিজ্ঞাপন গুলি সুপ্রিমকোর্টের নির্দেশ বিরোধী তাই এই বিজ্ঞাপনের অনুমতি আমি দিতে পারব না। এমন বলার পরেই সেখানে থাকা বিধায়ক আমার উপর হামলা করে এবং আমাকে মারার চেষ্টা করে, সেই জায়গা থেকে আমি কোনো রকমে বেরিয়ে আসি। এই পুরো ঘটনা সোনার পর পুলিস আজ মুখ্যমন্ত্রী আবাসে গিয়ে তদন্ত শুরু করে ও তার সাথে এখনও পর্যন্ত দুটি বিধায়ক ধরা হয়।

ভারত কখনো কাউকে অপমান করে না।ফের প্রমান করলেন প্রধানমন্ত্রী মোদী..

Image
Anandabazar Patrika প্রধানমন্ত্রী কখনো কাউকে অসন্তোষ করে না তার প্রমান ফের আজ পাওয়া গেল। কানাডার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাস্টিন ট্রুডোকে বুকে টেনে নিলেন।আনুষ্ঠানিক সাক্ষাৎপর্ব মিটতেই আলোচনায় বসবেন দুই দেশের প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতে আসার পর থেকেই প্রশ্ন উঠছিল যে ট্রুডোকে সন্মান করেনি ভারত।  কিন্তু আজ যে ভাবে প্রধানমন্ত্রী মোদী ওনাকে জড়িয়ে ধরে সাগত করেছেন তাতে সেটি এখন এখন ব্রেকিং নিউজ। আনুষ্ঠানিক সাক্ষাৎপর্ব মিটতেই আলোচনায় বসবেন দুই দেশের প্রধানমন্ত্রী, কথা হতে পারে খলিস্তান ইস্যু নিয়েও। ভারত ভ্রমণের অতীত স্মৃতি সুখকর যানান প্রধানমন্ত্রী মোদী। Today Bengali News

ভারত কখনো কাউকে অপমান করে না।ফের প্রমান করলেন প্রধানমন্ত্রী মোদী..

Image
Anandabazar Patrika প্রধানমন্ত্রী কখনো কাউকে অসন্তোষ করে না তার প্রমান ফের আজ পাওয়া গেল। কানাডার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাস্টিন ট্রুডোকে বুকে টেনে নিলেন।আনুষ্ঠানিক সাক্ষাৎপর্ব মিটতেই আলোচনায় বসবেন দুই দেশের প্রধানমন্ত্রী, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতে আসার পর থেকেই প্রশ্ন উঠছিল যে ট্রুডোকে সন্মান করেনি ভারত।  কিন্তু আজ যে ভাবে প্রধানমন্ত্রী মোদী ওনাকে জড়িয়ে ধরে সাগত করেছেন তাতে সেটি এখন এখন ব্রেকিং নিউজ। আনুষ্ঠানিক সাক্ষাৎপর্ব মিটতেই আলোচনায় বসবেন দুই দেশের প্রধানমন্ত্রী, কথা হতে পারে খলিস্তান ইস্যু নিয়েও। ভারত ভ্রমণের অতীত স্মৃতি সুখকর যানান প্রধানমন্ত্রী মোদী। Today Bengali News

স্কুলের ঐতিহ্যের গেরুয়া রং, কিন্তু রাজ্য সরকার চায় বদল সাদা নীলে..

Image
গেরুয়া রং না বিদ্যালয়ে তাহলে কি সাদা নীল? এই নিয়ে চিন্তায় ডায়মন্ড হারবারের কৃষ্ণচন্দ্র পুর হাই স্কুল কতৃপক্ষ। স্কুল কতৃপক্ষ চায় বিদ্যালয় এর রং থাকুক গেরুয়া। এবং এই নিয়ে রাজ্য সরকারকে একটি চিঠিও লেখেন তারা কিন্তু তাতেও ফল হয়নি।  রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই বিদ্যালয় সর্বশিক্ষা অভিযান-এর আওতায় ও সর্বশিক্ষা অভিযান-এর বর্তমান রং সাদা নীল তো সেই রং বিদ্যালয় করতে হবে। এই বিষয়ে কৃষ্ণচন্দ্র পুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি তিনি বলেন বিদ্যালয় এর রং গেরুয়া এটা এক ঐতিহ্যের কথা।  তিনি বলেন ৭২ বছর আগে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এই স্কুল নির্মিত হয়।ঠিক তখন থেকেই গেরুয়া রং এ এই বিদ্যালয় ছিল কিন্তু বর্তমানে এর জন্য আমরা সরকারকে অনুরোধ করছি, কিন্তু কিছু ফল হয়নি। গোটা স্কুলই সিসিটিভি নজরে ও বর্তমানে প্রায় ৩,৫০০ পড়ুয়া এই স্কুলে পড়াশুনা করে।

স্কুলের ঐতিহ্যের গেরুয়া রং, কিন্তু রাজ্য সরকার চায় বদল সাদা নীলে..

Image
গেরুয়া রং না বিদ্যালয়ে তাহলে কি সাদা নীল? এই নিয়ে চিন্তায় ডায়মন্ড হারবারের কৃষ্ণচন্দ্র পুর হাই স্কুল কতৃপক্ষ। স্কুল কতৃপক্ষ চায় বিদ্যালয় এর রং থাকুক গেরুয়া। এবং এই নিয়ে রাজ্য সরকারকে একটি চিঠিও লেখেন তারা কিন্তু তাতেও ফল হয়নি।  রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই বিদ্যালয় সর্বশিক্ষা অভিযান-এর আওতায় ও সর্বশিক্ষা অভিযান-এর বর্তমান রং সাদা নীল তো সেই রং বিদ্যালয় করতে হবে। এই বিষয়ে কৃষ্ণচন্দ্র পুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি তিনি বলেন বিদ্যালয় এর রং গেরুয়া এটা এক ঐতিহ্যের কথা।  তিনি বলেন ৭২ বছর আগে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এই স্কুল নির্মিত হয়।ঠিক তখন থেকেই গেরুয়া রং এ এই বিদ্যালয় ছিল কিন্তু বর্তমানে এর জন্য আমরা সরকারকে অনুরোধ করছি, কিন্তু কিছু ফল হয়নি। গোটা স্কুলই সিসিটিভি নজরে ও বর্তমানে প্রায় ৩,৫০০ পড়ুয়া এই স্কুলে পড়াশুনা করে।

মোদী যুগে দেশে প্রথম ইডির সাফল্য করলো রেকর্ড..

Image
ইডির বড় সাফল্য,মামা-ভাগ্নে জুটির মোট ৯৪ কোটি ৫২ লক্ষ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি নীরব মোদী ও তাঁর ব্যক্তিগতলাক্সারি গাড়ি যেমন রোলস রয়েস ঘোস্ট, দু’টি মার্সিডিজ বেঞ্জ, একটি পোর্সে পানামেরা, তিনটি হন্ডা এবং একটি টয়োটা ফরচুনার গাড়ি এ দিন বাজেয়াপ্ত করেছে ইডি। এই সব গাড়ি আজ ইডি বাজেয়াপ্ত করে। দেশের ১৭টি জায়গায় তল্লাশি চালিয়ে মোট ১০ কোটি টাকার হিরে ও ১৪১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট থেকেমোট ১৪৫ কোটি ৭৪ লক্ষ টাকা পাওয়া যায়। এখনও পর্যন্ত নীরব ও তাঁর মামা মেহুল চোক্সীর মোট ১২৬টি ভুয়ো সংস্থার সন্ধান মিলেছে বলে জানিয়েছে ইডি। সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৫ হাজার ৭৩৬ কোটি টাকার। দেশে এই প্রথম এমন দূর্ত কাজ করছে বলে যানান সাধারন মানুস।

মোদী যুগে দেশে প্রথম ইডির সাফল্য করলো রেকর্ড..

Image
ইডির বড় সাফল্য,মামা-ভাগ্নে জুটির মোট ৯৪ কোটি ৫২ লক্ষ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি নীরব মোদী ও তাঁর ব্যক্তিগতলাক্সারি গাড়ি যেমন রোলস রয়েস ঘোস্ট, দু’টি মার্সিডিজ বেঞ্জ, একটি পোর্সে পানামেরা, তিনটি হন্ডা এবং একটি টয়োটা ফরচুনার গাড়ি এ দিন বাজেয়াপ্ত করেছে ইডি। এই সব গাড়ি আজ ইডি বাজেয়াপ্ত করে। দেশের ১৭টি জায়গায় তল্লাশি চালিয়ে মোট ১০ কোটি টাকার হিরে ও ১৪১টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিট থেকেমোট ১৪৫ কোটি ৭৪ লক্ষ টাকা পাওয়া যায়। এখনও পর্যন্ত নীরব ও তাঁর মামা মেহুল চোক্সীর মোট ১২৬টি ভুয়ো সংস্থার সন্ধান মিলেছে বলে জানিয়েছে ইডি। সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৫ হাজার ৭৩৬ কোটি টাকার। দেশে এই প্রথম এমন দূর্ত কাজ করছে বলে যানান সাধারন মানুস।

দেখুন ভিডিও: মঞ্চে উঠে এক মহিলা মুখ্যমন্ত্রীর পায়ে পরলেও তার কথা শুনলেন না মমতা..

Image
উত্তর দিনাজপুরের হেমতাবাদে ত্রিস্তরীয় নিরাপত্তা ভেদ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে উঠে পড়লেন এক মহিলা, সেই মহিলা চোখের জল ফেলতে ফেলতে মুখ্যমন্ত্রীকে কিছু বলার চেষ্টা করে কিন্তু তার কোনো কথা শোনেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন ভিডিওটি: সভা চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন ঠিক তখনি হঠাত্ দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে দুই মহিলা মঞ্চের দিকে ছুটে যায়, এবং তার মধ্যে এক মহিলা মঞ্চে উঠে মুখ্যমন্ত্রীর পা ধরতে চায়, কিন্তু তা আর হয় না। মুখ্যমন্ত্রী এই কান্ড দেখে আরো রেগে যান ও তাকে নামাবার কথা বলেন তিনি, এই ঘটনায় মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়েও প্রস্ন ওঠে।

দেখুন ভিডিও: মঞ্চে উঠে এক মহিলা মুখ্যমন্ত্রীর পায়ে পরলেও তার কথা শুনলেন না মমতা..

Image
উত্তর দিনাজপুরের হেমতাবাদে ত্রিস্তরীয় নিরাপত্তা ভেদ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে উঠে পড়লেন এক মহিলা, সেই মহিলা চোখের জল ফেলতে ফেলতে মুখ্যমন্ত্রীকে কিছু বলার চেষ্টা করে কিন্তু তার কোনো কথা শোনেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন ভিডিওটি: সভা চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন ঠিক তখনি হঠাত্ দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে দুই মহিলা মঞ্চের দিকে ছুটে যায়, এবং তার মধ্যে এক মহিলা মঞ্চে উঠে মুখ্যমন্ত্রীর পা ধরতে চায়, কিন্তু তা আর হয় না। মুখ্যমন্ত্রী এই কান্ড দেখে আরো রেগে যান ও তাকে নামাবার কথা বলেন তিনি, এই ঘটনায় মুখ্যমন্ত্রীর সুরক্ষা নিয়েও প্রস্ন ওঠে।

কেন মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে চিন্তায় ভারতের সেনাপ্রধান? পড়ুন চাঞ্চলকর তথ্যটি..

Image
সুপ্রভাত ডিজিটাল: ভারতের সেনাপ্রধান তার এক বক্তবে তিনি যানান অসমের বিভিন্ন জেলায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাদের কাজ হলো এলাকা দখল করে ছায়াযুদ্ধ করা। তিনি বলতে চেয়েছেন যে অনুপ্রবেশকারীর সংখ্যা বৃদ্ধিতে এআইইউডিএফের জনপ্রিয়তা বাড়ছে। কারণ এরা ভারতীয় নয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা মানুস, তিনি বলেন আমি কোনো রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশে কিছু মন্তব্য করিনা।কিন্তু এই মন্তব্য এর বিরোধিতা করেন আসাউদ্দিন ওয়াইসি, তিনি টুইটারে রাজনৈতিক বিষয় হস্তক্ষেপ করা উচিত নয় সেনাপ্রধানের সংবিধান ও গণতান্ত্রিকভাবে উত্থান ঘটতেই পারে রাজনৈতিক দলের ওনার নয়।